বুধবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ উদ্যোগে ত্রিপুরা আশা এবং ফেসিলিটেটর আলোচনা সভা করা হয়। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজিব ভট্টাচার্য,বিজেপি প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিবেকানন্দ বিচার মঞ্চের সাধারণ সম্পাদক তপন দাস ও দেবাশীষ রায় সহ অন্যান নেতৃত্বরা। প্রদীপ প্রজ্বলন আলোচনা সভার সূচনা করেন অনুষ্ঠানের সম্মানীয় অতিথিরা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজিব ভট্টাচার্যী বলেন আশা কর্মী যারা রয়েছেন রাজ্য সরকার মহিলা স্ব শক্তি করনের যে লক্ষ মাএা রেখেছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নারীদের প্রতি সম্মান জানানোর জন্য এবং নারী স্বশত্তীকরণের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন,আজকে ত্রিপুরা রাজ্যেও সরকার মহিলা দের ক্ষেএে ৩৩ শতাংশ সংরক্ষিত করেছে তাকে ধন্যবাদ জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন যারা আশা কর্মী রয়েছেন তারা দীর্ঘদিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ত্বরান্বিত করার জন্য স্বাস্থ্য পরিষেবা কে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কিছু দাবি রয়েছে এই দাবিগুলো নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী সময় সরকারের নিকট তুলে ধরা হবে বলে জানান তিনি।



