স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে বুধবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে ড্রাগ ব্যবহার এবং এইচআইভি এইডস নিয়ে কর্পোরেটরদের মধ্যে এক সচেতনতামূলক আলোচনা চক্র আয়োজিত হয়। এই আলোচনা চক্রে তুলে ধরা হয় শহরের কোন কোন এলাকায় কিভাবে শিরাপথে ড্রাগ ব্যবহার হচ্ছে এবং কিভাবে গোটা শহর জুড়ে এইচআইভি, এইডস ছড়িয়ে পড়ছে—- সেই চিত্র ।এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর দীপ দেববর্মা বলেন বিগত কয়েক মাস আগে পূর্ব ত্রিপুরায় এইচ আই ভি ও এইডস্ এর প্রবনতা বেশি ছিলো কিন্তু এখন পশ্চিম এিপুরায় তার বেশি পরিমানে এইচ আই ভি ও এইডস্ এর প্রবনতার হার বেড়েছে তাই সদরের মধ্যে জনগনকে সচেতনতা করার লক্ষেই পাশাপাশি রোগ প্রতিরোধ করতে আলোচনার মধ্যে দিয়ে সচেতনতা করা হবে এলাকাগুলোকে পাশাপাশি জনসচেতনতায় কর্পারেটররা বিশেষ ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।



