Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআড়ালিয়া গুরুদাসপাড়ায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ

আড়ালিয়া গুরুদাসপাড়ায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ

আবারো রাজধানীতে উদ্ধার মৃতদেহ, ঘটনা আড়ালিয়া গুরুদাস পাড়ায়। মৃতের নাম অরুন দাস, পেশায় দিনমজুর। জানা যায় গতকাল রাতে অরুন দাস বাড়ি থেকে বের হয়ে যায় এবং সকালে এলাকাবাসী অরুন দাসের মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ ও সদর এসডিপিও এবং ঘটনার তদন্ত শুরু করেন। তারপর তদন্ত শেষে অরুন দাস এর ছেলেকে গ্রেপতার করেছে পূর্ব থানার পুলিশ। এই দিন ঘটনা সম্পর্কে সদর এস ডি পি ও অনির্বাণ দাস বলেন সকালে একটি খবর এসেছে সাথে সাথে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন পারিবারিক বিবাদ ছিলো পিতা ও পুএের মধ্যে তাই ছেলেকে গ্রেপতার করেছে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু কিভাবে মারা গিয়েছে তার জন্য ফরেন্সিক এর দল আসলেই তা বোঝা যাবে বলে জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য