পশ্চিম ত্রিপুরা জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে বুধবার শিশু বিহার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দিব্যাঙ্গনদের ক্রীড়া প্রতিযোগিতা। এ দিনের অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্কুল স্পোর্টস বোর্ডের আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন দিব্যাঙ্গনরা রাজ্যের জন্য খেলাধুলার মধ্য দিয়ে জাতীয় স্তরের অনেক পুরস্কার নিয়ে এসেছেন। যা আমাদের জন্য গর্বের, তাছাড়া তিনি এদিন আরো বলেন আগে এদেরকে প্রতিবন্ধী হিসেবে ব্যাখ্যা করা হতো কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের এই নাম বদলে রেখে দেন দিব্যাঙ্গন বলে, কেননা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে দিব্যাঙ্গনরা সৃষ্টিকর্তার কাছ থেকে বিশেষ এক অঙ্গ নিয়ে এসেছেন তাই তাদের নামাকরণ দিব্যাঙ্গন করা হয়েছে বলে। এদিনের ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



