মঙ্গলবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চার সংযুক্ত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভি সতীশ, রাজ্য প্রভারী ফণীন্দ্র নাথ শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য ওবিসি মোর্চার এক নেতৃত্ব বলেন বৈঠকে মূলত বিগতদিনে যা যা কর্মসূচি সংঘটিত করা হয়েছে তার মূল্যায়ন করা এবং আগামী দিনে সংগঠনে কি কি কর্মসূচি হাতে নেওয়া হবে ও আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় রনকৌশল স্থির করা নিয়ে আলোচনা হবে বলে জানান। এদিনের বৈঠকে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



