গতকাল অনুষ্ঠিত হয়েছিল দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নারী পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিধায়করা ভোট দিয়েছিল ত্রিপুরার বিধানসভার লবিতে। ভোট শেষে সেই ব্যালট বক্স স্ট্রং রুমে রাখা হয় বিধানসভা ভবনে। তারপর মঙ্গলবার সকালে স্ট্রংরুম থেকে ব্যালট বক্সটি পার্লামেন্টের উদ্দেশ্যে দিল্লি নিয়ে যায় এসিস্টেন্ট রিটার্নিং অফিসার নেতৃত্বে একটি টিম। এদিন সংবাদ মাধ্যমকে চিফ ইলেকট্রোল অফিসার ত্রিপুরা কিরন গিত্তে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষে ব্যালট বক্স পার্লামেন্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার ৫৭ জন সদস্য ভোট প্রদান করেন এবং বাকি দুজন দিল্লি পার্লামেন্টে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।



