বিভিন্ন দাবীতে ২৩ আগস্ট দিল্লি অভিযানের বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য সোমবার আগরতলা প্রেস ক্লাবে বৈঠক করলো শাসক বিজেপির জোট শরীক আই পি এফ টি । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা আই পি এফ টির সভাপতি এন সি দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এন সি দেববর্মা বলেন, দিল্লি অভিযানে যাওয়ার জন্য রেলের টিকিটও সংরক্ষণ হয়ে গেছে, তাছাড়া দিল্লি অভিযান থেকে তারা দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। পাশাপাশি ২০২৩ বিধানসভার নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি আই পি এফ টির সভাপতি জানান, ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্বের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কথা বলতে আগ্রহী তারা।



