রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি রাকু দাস ও অন্যান্য যুব কংগ্রেসের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি রাকু দাস বলেন আগামীকাল ১৮ জুলাই সোমবার থেকে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে তিনদিনের গণধরনা কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন তাছাড়া উপস্থিত থাকবেন সভাপতি বিরজিত সিনহা, এ আইসিসির সাধারণ সম্পাদিকা জড়িত লাইফাং, প্রক্তন পি সি সি সভাপতি বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রক্তন পিসিসি সভাপতি গোপাল চন্দ্র রায়,সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।



