পারিবারিক হিংসা সভ্য সমাজের একটি অভিশাপ এবং এই অভিশাপের ফলে অসময়ে প্রাণ হারাচ্ছেন অনেক গৃহবধূ। রবিবার এমনই ঘটনা সামনে এল, জানা যায় আমতলী থানার অন্তর্গত রানীর খামার রাবার বাগান এলাকায় বর্ণালী দত্ত নামক এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতা গৃহবধুর বয়স ২৪, ঘটনাটি আত্মহত্যা নাকি খুন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে গৃহবধুর মা সরাসরি অভিযুক্ত স্বামী মুকেশ দত্তের উপর আঙুল তুলেন, তিনি জানান স্বামী মুকেশ দত্ত প্রায় সময়ই মদ্যপান করে মৃতা গৃহবধূরের উপর শারীরিক নির্যাতন চালাই বলে, এবং এই নির্যাতন এতটাই মাত্রায় বেড়ে যায় যে শেষ অবধি প্রাণ হারাতে হলো গৃহবধূ বর্ণালী দত্তের। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মৃতার পরিবারের লোকেরা আমতলী থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



