দুর্গাপূজা বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। এই পূজা হিন্দু ধর্মাবলম্বী বাঙ্গালীদের হলেও এই পূজার আনন্দে মেতে উঠেন জাতী উপজাতি ৮ থেকে ৮০ সকল অংশের মানুষরা। এই পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডপ যেন হয়ে ওঠে জাতী উপজাতিদের মিলনস্থল। বিগত কয়েক বছর করোনা মহামারীর দরুন এই পূজা ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হওয়ার পর এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে রাজধানীর বনেদী ক্লাবগুলো বড় বাজেটের দুর্গাপুজোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রবিবার রাজধানীর বনেদী ক্লাব ছাত্রবন্ধু নিজেদের ৬৪তম দূর্গা পূজার সূচনা করলেন খুঁটি পূজার মাধ্যমে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রবন্ধু ক্লাবের পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজীব পাল বলেন এ বছরের পুজোর থিম ইলোরার গুহার আদলে তৈরি হচ্ছে। বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন সবেমাত্র কাজ শুরু হয়েছে কোথায় গিয়ে থামে তা দেখা যাবে। এদিনের খুঁটিপূজাকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



