বাধারঘাট মাতৃপল্লী এলাকার যুবকদের উদ্দ্যোগে রবিবার ঘুরি উরান প্রতিযোগিতার আয়োজন করা হয় মাতৃপল্লী এগ্রিকালচার মাঠে। প্রত্যেক বছর এই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা আয়োজন করে থাকেন মাতৃপল্লী ক্লাব। বিগত বছরগুলিতে কোভিড পরিস্থিতির সময়ে এই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা শুরু করেছেন বর্তমান যুগের ছেলেরা মোবাইল ছেরে হারনো খেলা কে ধরে রাখার প্রয়াস জারি রেখে চলছেন মাতৃপল্লী ক্লাব। এবছর ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় সারা ত্রিপুরা রাজ্য থেকে দশটি টিম অংশগ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যারা হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে , পাশাপাশি প্রতিযোগিতার মাঠে এসে মানজা দিয়ে তা পরে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন বলে জানান কমিটির সদস্য।



