জে আর বিটি ফল প্রকাশ, টেট উত্তীর্ণ সবাইকে চাকরি দেওয়ার দাবি সহ চলমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে সরব ভারতের গণতান্ত্রিক উপজাতি যুব ফেডারেশন। দুটো সংগঠনের তরফে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন শেষে রবিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে। রামনগর ও কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে বিজয় কুমার চৌমনী থেকে এক যুব মিছিল শুরু করে। বর্তমান প্রেক্ষিতে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচিতে কেন্দ্র করে ব্যাপক প্রচার অভিযান করেছেন বাম যুবারা। তাছাড়া ২০২১ সালের ১০ ডিসেম্বর বিদ্যা জ্যোতি স্কুলে ১৪০০ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক কেন নিয়োগ হলো না শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন বামপন্থী যুব সংগঠনের নেতারা।



