রবিবার রাজধানীর সাতটি মন্ডলে একযোগে অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপির মন্ডল কমিটির কার্যকারিনী বৈঠক। তারই পরিপ্রেক্ষিতে ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে অনুষ্ঠিত হলো কার্যকারীনি বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বৈঠকে মূলত আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের শক্তি আরো কিভাবে বাড়ানো যায় এবং নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান এ দিনের কার্যকারীনি বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



