২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কনফারেন্স হলে। এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্জী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ সেন সহ বিদ্যালয়ের পরিচালন কমিটির অন্যান্য শিক্ষকরা। প্রদীপ প্রজ্জ্বলন করে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য অতিথিরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পরিচালন কমিটির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে পাঁচজন ছাত্রছাত্রী কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে আজকের দিনে সংবর্ধনা দেওয়া হবে পাশাপাশি তারা আগামী দিনে ভালো ফলাফল করবে এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন নাম উজ্জ্বল করবেন বলে জানান তিনি। এদিন কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য শিক্ষকরা।



