Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআসামের বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালেন ত্রিপুরা রাজ্যের 27 টি সামাজিক সংস্থা সাংবাদিক...

আসামের বন্যা পীড়িতদের পাশে দাঁড়ালেন ত্রিপুরা রাজ্যের 27 টি সামাজিক সংস্থা সাংবাদিক সম্মেলনে জানালেন সংস্থার সদস্য সদস্য সদস্য সাহারা

আসামের পাশে ত্রিপুরা বিজ্ঞপ্তি আসামের বন্যা পীড়িত আর্ত আপামর জনসাধারণের সাহায্যার্থে গত ৬ ই জুলাই আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ত্রিপুরা রাজ্যের সাতাশটি সামাজিক সংস্থার এক যৌথ ফোরাম । আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে যাত্রা শুরু হয় আসামের পাশে ত্রিপুরা শীর্ষক এই কর্মযজ্ঞের । উপস্থিত ছিলেন সিআরপিএফ – এর ডিআইজি রামকৃষ্ণ মিশন , বিবেকনগর শাখার অধ্যক্ষ স্বামী শুভকরাননদ মহারাজ সহ অন্যান্যরা । স্বামী বিবেকানন্দের অভয় বাণী মাথায় নিয়ে এই মহতী কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পরার সংকল্প নিয়েছিলেন সম্মিলিত সামাজিক সংস্থার উদ্যমী , কর্মঠ সদস্য – সদস্যারা । আপামর ত্রিপুরাবাসীর সহযোগিতায় ১০০০ পরিবারকে প্রতি পরিবারপিছু ১০ কেজি চাল , ১ কেজি ডাল , ২ কেজি চিরে , ৩০০ গ্রাম গুড় , মোম , দেশলাই , ৪ লিটার পানীয় জল , সাবান , শিশুদের জন্য দুধ , বিস্কিট , মা – বোনদের জন্যে স্যানিটারি প্যাড ইত্যাদি নিয়ে রওনা হয় যৌথ ফোরামের সদস্য – সদস্যারা ।শনিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে একথা গুলো বলেন আসামের পাশে এিপুরা ২৭ টি সংগঠন এর সদস্য সদস্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য