২০২৩ শে নির্বাচনে বিজেপি দলকে আবার রাজ্যে মসনদে বসানোর জন্য এখন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সাংগঠনিক প্রভারী হিসেবে কাজ করে যাবেন দিলীপ ঘোষ, শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বুথ শক্তি করন অভিযান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, কেন্দ্রিয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তাছাড়া ভোটারদের কাছে টানতে নয়া সমিকরন তৈরি করেছে বিজেপি । ২০২০ রাজ্য বিধানসভা ভোট এবং ২০২২ এর পুর নিগম নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে ধরে নিয়ে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব গোটা দেশেই নয়া ব্লু প্রিন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । বিজেপী সূত্রের খবর অনুযায়ী দেশে বিজেপির জন্য সবগুলো দুর্বল বুথ প্রথমে চিহ্নিত করা হবে । দূর্বল বুথের ভোটারের সাথে ব্যাক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করবে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলে।



