শুক্রবার রাজ্যে এলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন ওনাকে রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে স্বাগত জানান প্রদেশ বিজেপি সাধারন সম্পাদক কিশোর বর্মন, টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায়, প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানানা আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে কিছু সাংগঠনিক কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিগুলিকে সফল করে দলকে নির্বাচনে জয়ী করানোর লক্ষেই রাজ্যে আসা বলে জানান তিনি।



