ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন ভবন’র ভিত্তি প্রস্তর শিলান্যস করা হয় শুক্রবার উপস্থিত ছিলেন , পৌর নিগমের মেযর দীপকমজুমদার, খাদি বোর্ডের চেয়ারম্যান তথা প্রদেশ বি জে পি সহ সভাপতি রাজীব ভট্টাচার্জি, কর্মচারী ফেডারেশন সভাপতি মধুসূদন ভট্টাচার্য,মহাসচিব সমররায়, ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা, উজ্জয়ন্ত মার্কেটের ছাদে পৌরনিগম এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার বলেন বিগত অনেক বছর ধরে সরকারি কর্মচারী ফেডারেশন তাদের নিজস্ব কোন স্থায়ী ঠিকানা ছিল না বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে তাই আজকের দিন টি খুবই আনন্দের দিন সরকারি কর্মচার ফেডারেশন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলি কে কর্মচারী দের মধ্যে আরো বিস্তার করার আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার।



