Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে ২৪০ টি নতুন অঙ্গনওয়াড়ি...

রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে ২৪০ টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার সিদ্ধান্ত

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা হবে । গত ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান । সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান , রাজ্যে বর্তমানে ৫৬ টি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ৯,৯১১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু আছে । তিনি জানান , নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৩১ টি , দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩১ টি , গোমতী জেলায় ৩৭ টি , খোয়াই জেলায় ৩১ টি , ধলাই জেলায় ২৭ টি , সিপাহীজলা জেলায় ২৫ টি , ঊনকোটি জেলায় ২২ টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হবে । এছাড়াও ব্লু পুনর্বাসন যেসব স্থানে করা হয়েছে সেইসব স্থানগুলিতে মোট ২২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হবে । মন্ত্রিসভার বিগত বৈঠকে রাজ্যে ২৪০ টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান , জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে জনজাতিদের স্বরোজগারি করার উদ্দেশ্যে ‘ পুন বনিয়া ‘ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে । এই সিদ্ধান্তটিও গত ১২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় । শিক্ষামন্ত্রী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন , ‘ পুন বনিয়া ’ প্রকল্পের উদ্দেশ্য হলো ছাগল পালনের মধ্য দিয়ে জনজাতি যুবক যুবতীদেরকে স্বরোজগারি করে তোলা । তিনি জানান , এই প্রকল্পে স্বসহায়ক দলের মধ্যে যারা সদস্য বা সদস্যা থাকবে তাদের সরকারিভাবে ছাগল ক্রয় করার জন্য ঋণ দেওয়া হবে । এই প্রকল্পে সুবিধাভোগী পিছু ব্যয় হবে ২ লক্ষ ৫১ হাজার টাকা । একটি ইউনিটে মোট ১২ টি ছাগল দেওয়া হবে । সুবিধাভোগী খোলা বাজার অথবা প্রাণীসম্পদ বিকাশ দপ্তর মারফতও ছাগল ক্রয় করতে পারবেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য