১৯৯৮ ও ২০০৪ সালে আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে ভারত সরকার যে চুক্তি দেখে তাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলেন বর্তমানে তাদের চুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছে না। বৃহস্পতিবার আর পি আই ও টি ইউ আর পি সি যোথ উদ্যোগ পশ্চিম জেলার জেলাশাসকের নিকট ডেপোটেশন প্রদান করেন। এই দিন আগরতলার প্রেস ক্লাবের সামনে থেকে দুটি সংগঠন মিলে ডেকোরেশনের শামিল হন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আত্মসমর্পণ জঙ্গি তথা টিইউআরপিসি সভাপতি অনন্ত দেববর্মা বলেন রাজ্যের আটটি জেলায় জেলা শাসকের নিকট তাদের দাবিগুলো তুলে ধরবেন তারপর তারা মহাকরন অভিযান করবেন তাতেও যদি তাদের দাবি গুলো মূল্যায়ন না করা হয় তা হলে তারা রাস্তা অবরোধ ও ত্রিপুরা বন্ধের ডাক দিবেন বলে জানান।



