Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল ওয়েব মিডিয়া পোর্টালের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল ওয়েব মিডিয়া পোর্টালের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

বৃহস্পতিবার সিপার্ডে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওয়েব মিডিয়া পোর্টালের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাহুল রওশন কুমার, সিইও, আদ্যসি মিডিয়া অ্যান্ড কনটেন্ট সার্ভিসেস, নিউ দিল্লি, শ্রীমতি নিরওয়া মেহতা, সম্পাদক, ওপি ইন্ডিয়া, নিউ দিল্লি, আফ্রিদা হুসেন, ডেপুটি এডিটর, এন ই ব্যুরু, ইন্ডিয়া টুডে গুয়াহাটি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন ওয়েব মিডিয়া রাজ্যের সংবাদ জগতে সংবাদ পটিবেশনের খুব দ্রুততম মাধ্যম হিসাবে নিজেদের মেলে ধরছে যা রাজ্যের সংবাদ জগতের জন্য গর্বের বিষয়। তাছাড়া ওয়েব মিডিয়া যেভাবে তাৎক্ষনিক ঘটা যেকোন ঘটনা দ্রুততার সাথে পাব্লিশ করেন এর মধ্যে ভুল ভ্রান্তি কিংবা ভুল তথ্য প্রচারের ঝুকি থাকার সত্তেও। পাশাপাশি এদিন আদ্যসি মিডিয়া অ্যান্ড কনটেন্ট সার্ভিসেসের সিইও, রাহুল রওশন কুমার, বর্তমানে নিউজ মিডিয়া সংক্রান্ত ইতিহাস ও কাজ করতে গিয়ে সন্মুখীন হওয়া নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করতে হয় তা নিয়ে উপস্থিত সাংবাদিক ভাইদের অবগত করেন। তাছাড়া এদিন শ্রীমতি নিরওয়া মেহতা, সম্পাদক, ওপি ইন্ডিয়া বক্তব্য রাখতে গিয়ে ফেক নিউজ চিহ্নিত করা যাবে এবং নিউজটিকে যাচাই করা যাবে তা নিয়ে সাংবাদিকদের অবগত করেন এবং ফেক নিউজ সংক্রান্ত কিছু ঘটনা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিনের কর্মশালায় ওয়েব মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য