বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা সরকারের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বরূপ ১০০ কাটুনে ৬০০ পিস আনারস পাঠানো হয়েছে আখাউড়া চেকপোস্ট দিয়ে। এদিন দপ্তরের আধিকারীরকরা হটিকালচারের মাধ্যমে আখাউড়া চেকপোষ্টে বাংলাদেশের আধিকারিকদের হাতে কুইন জাতীয় আনারস
তুলে দেন। এদিন উদ্যান পালন এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের সহ অধিকর্তা দীপক বৈদ্য বলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সম্পর্ক রয়েছে তা বজায় রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া শুভেচ্ছা বিনিময়ে আনারস কেন সাংবাদিকদের এই প্রশ্নোত্তরে তিনি বলেন আমাদের রাজ্যের কুইন আনারসে যে গুণ রয়েছে তা খুব উচ্চমানের তাই শুভেচ্ছা বিনিময়ের অন্যতম উপহার হিসেবে এই কুইন আনারসকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’দেশের আধিকারিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



