রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজাকে কেন্দ্র করে জাতী উপজাতি অংশের মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন ক্ষামতি নেই, কিন্তু রাজ্যে যে আবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে এবং এর জন্য মেলায় আনন্দ করতে আসা জনসাধারণকে সচেতন করতে এক কর্মসূচি হাতে নিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস। বুধবার খার্চি মেলা প্রাঙ্গনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে মাস্ক তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজিব ব্যানার্জি সহ অন্যান্য নেতারা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব ব্যানার্জি বলেন রাজ্য সরকার আগাম সতর্কবার্তা জারি করেছেন যে সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক, এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই কিন্তু মেলা প্রাঙ্গণে এসে দেখা যায় সরকারের সতর্কবার্তা কে বৃদ্ধাঙ্গস্থ দেখিয়ে জনসাধারণ মাস্ক পরিধান না করে বেপরোয়া ভাবে চলাফেরা করছে তাই মহামারী করোনা ভাইরাস যেন না সরায় এবং সাধারণ জন সাধারণ মধ্যে সচেতনতা গড়ে তুলতে আজকে তাদের এই কর্মসূচি বলে জানান।



