Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যগ্রামীণ ভারতের উন্নতি ও বিকাশের ক্ষেত্রে NABARD- এর ভুমিকা প্রশংসনীয়- ডাঃ মানিক...

গ্রামীণ ভারতের উন্নতি ও বিকাশের ক্ষেত্রে NABARD- এর ভুমিকা প্রশংসনীয়- ডাঃ মানিক সাহা

মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে NABARD -এর ৪১তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক যেখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সংখ্যাই বেশি। গ্রামীণ সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে স্থায়ী ও উপযুক্ত কৃষি ভিত্তিক উন্নয়নের স্বার্থে নাবার্ডের সঙ্গে রাজ্য সরকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া এদিন তিনি আরও বলেন NABARD- গ্রামীণ ভারতের উন্নতি ও বিকাশ এবং উন্নয়নের সহায়ক হিসেবে নাবার্ড যে কাজ করে চলছে, ত্রিপুরা সরকারকে তারা স্বল্প সুদে আর্থিক সহায়তা করে থাকে, এটা একটা বিশাল বিষয়। তাছাড়া এদিনের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী নাবার্ড-এর একটি মোবাইল এ টি এম-এরও উদ্বোধন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য