মঙ্গলবার আগরতলার জগন্নাথ বাড়ি রোডে অবস্থিত ত্রিপুরা student health হোমে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত করা হয়। এই সেমিনারের বিষয় হলো দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন সমস্যার সমাধানের উপায়। এই বিষয়টা রাজ্যের সকল অংশের প্রতিবন্ধকতা যুক্ত মানুষ ও তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক অল
ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা মিঠুন সাহা বলেন ব্যাঙ্গালোরে একটি সংস্থা যারা মূলত বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের নিয়ে কাজ করেন আজকে তাদের এই সহযোগিতায় ওয়ার্কশপ কাম সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান পাশাপাশি।



