রাজ্যে প্রতিনিয়ত বেড়ে উঠছে নেশা কারবারীর রমরমা বাণিজ্য। এই নেশা কারবারি রোধে রাজ্যের পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও পুলিশ শীতঘুমে ব্যস্ত, আর কোন পদক্ষেপ নিলেও নেশা কারবারীর মাস্টার মাইন্ডকে আটক করতে অক্ষম শুধু নামকরা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে নেশা কারবারিদের মনে অক্সিজেন যোগে এবং নিজের বাণিজ্য রমরমা ভাবে চালিয়ে যায়। এমন এক ঘটনা দেখা দিল যোগেন্দ্রনগর মধ্যপাড়া বিবেকানন্দ লেনে, জানা যায় এক ব্যক্তি নেশা সামগ্রী গ্রহণ করার সময় এলাকাবাসী তাকে ড্রাগসহ হাতেনাতে ওকে আটক করেছে এবং উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ এসে তদন্ত চালিয়েছে, কিন্তু ধৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



