দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে শুরু হলো দু’দিন ব্যাপী ৫-এ সাইড নক আউট ফুটবল প্রতিযোগিতা। দশরথ দেব স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৫ দল অংশগ্রহণ করে। আগামিকাল অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের সভাপতি গৌতম ব্যানার্জি বলেন দশরথের গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে৫ এ সাইড ফুটবল ম্যাচের উদ্বোধন হয়েছে ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন খ্যাতনামা ফুটবল খেলোয়াড় রঞ্জিত দাস তা ছাড়া উপস্তিত ছিলেন টি এফ এ সচিব অমিত রক্ষিত সহ অন্যান্য



