কুখ্যাত চার জন ড্রাগস বিক্রেতাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল প্রমিলা বাহিনী সহ এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় শনিবার। জানা যায়, দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় যুব সমাজের মধ্যে মরণ নেশা ড্রাগসের ছয়লাপ যেন চরম আকার ধারণ করেছে। দিন দিন মরণ নেশা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে যুবসমাজ, ড্রাগসের নেশা অকালে কেড়ে নিচ্ছে বহু তরজা প্রাণ। আর চাকমাঘাট এলাকার প্রমিলা বাহিনীর সহ সচেতন এলাকাবাসীরা ড্রাগস মুক্ত সমাজ গঠনে শনিবার ড্রাগস বিরোধী অভিযানে নামে এবং এলাকার বেশ কয়েকজন কুখ্যাত ড্রাগস কারবারিকে আটক করে নিয়ে আসে চাকমাঘাট বাজারে। জানা যায়, চাকমাঘাট এলাকায় দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে একাংশ ড্রাগস ব্যবসার করে আসছে, আর এর ফলে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। এদিন চাকমাঘাট এলাকা থেকে এলাকাবাসীরা মোট ৪ ড্রাগস বিক্রেতাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ঐ কুখ্যাত চার ড্রাগস বিক্রেতার নাম গোপাল সরকার (৫০), মিটন সরকার (৩২), রাজিব সরকার (৩৩), প্রান্তোস দাস (৫৭)। এলাকাবাসীর হাতে আটকৃত ওই চার ড্রাগস কারবারি দীর্ঘ বছরের পর বছর ধরে চাকমাঘাট এলাকায় অবাধে চালিয়ে যাচ্ছে নেশা সামগ্রী ড্রাগসের অবাধ বাণিজ্য। এখন এটাই দেখার বিষয় নেশা মুক্ত সমাজ গঠনে ঐ কুখ্যাত ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ।।



