Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হল...

শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হল পানীয় জলের জলাধার

তেলিয়ামুড়া শ্রীশীরামঠাকুর সেবা মন্দিরে পুর পরিষদের পক্ষ থেকে একটি পানীয় জলের জলাধার নির্মাণ করা হয়। শুক্রবার পড়ন্ত বিকেলে এর শুভ উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উপস্থিত ছিলেন পুর পিতা রূপক সরকার, আশ্রম সম্পাদক কমলেন্দু মজুমদার সহ প্রমুখরা। বলা বাহুল্য দীর্ঘদিন যাবত এই আশ্রমে পানীয় জলের জলাধার নির্মাণের দাবি ছিল,বর্তমান পুর পরিষদ কর্তৃপক্ষ এই দাবিকে মান্যতা দিয়ে ৩ লক্ষ ৫৭হাজার টাকা দিয়ে নির্মাণ করেন এই জলাধার। এতে আশ্রম কর্তৃপক্ষ সহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর পিতা রূপক সরকার সাধ্যমত জনগণের সেবায় সব সময় থাকার আশ্বাস দেন। উদ্বোধকের ভাষণে কল্যাণী রায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আলোচনা করেন এবং বর্তমান সরকারের আমলে তেলিয়ামুড়ার উন্নয়নমূলক কাজগুলি সবিস্তারে তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য