তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আওতাধীন গোলাবাড়ি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এলাকায় গত ২৭ জুন আনিমিয়ামুক্ত ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসুচির অধীনে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে দুই থেকে ৪৯ বছর বয়সী শিশু কিশোর ও মহিলাদের মধ্যে বয়স অনুপাতে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট ও সিরাপ বিতরণ করেন এবং রক্তাল্পতা রোধে আয়রন সমৃদ্ধ গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন । এই কর্মসূচির পাশাপাশি আসন্ন আদর্শ মাতৃত্ব অভিযান কর্মসূচি সম্পর্কে সবাইকে অবগত করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার সিদ্ধার্থ দাস , আশা ফেসিলিটেটর মনিকা পাল ও এলাকার আশাকর্মী । পরিবার কল্যান ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।