গন্ডাতুইসা মহকুমার অধীন দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ভয়ানাসা পাড়া এলাকায় গত ২৬ জুন এক ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে মোট ৩১ জনকে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য আর ডি কিট দ্বারা রক্ত পরীক্ষা করা হয় ও ব্লাড স্লাহত সংগ্রহ করা হয় । তাতে এক জনের দেহে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় । তাকে প্রয়োজনীয় চিকিৎসা করে ঔষধ প্রদান করা হয় এবং নিয়মিতভাবে ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার মলয় মজুমদার , এমপিডব্লিও ইন্দ্রজিৎ চৌধুরী ও এলাকার আশাকর্মী । এছাড়াও উক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত জয়রাম পাড়া এলাকায় গত ২৫ জুন এক ম্যালেরিয়া শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে মোট ৪৭ জনের ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হয় ও ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় তাতে সকলেরই রিপোর্ট নেগেটিভ ছিল । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার মলয় মজুমদার , এমপিডব্লিও ‘ ইন্দজিং চৌধুরী , আশাকর্মী দিপালী রিয়া , ঝিমিকা ব্রিাহ , সুনম মারাক ও অনিতা রাই ত্রিপুরা উক্ত কর্মসূচিগুলিতে স্বাস্থ্যকর্মীরা সকল অংশগ্রহণকারীদের মধ্যে ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার করা , ডিডিটি স্প্রে করা , বাড়ি ধরের আশপাশ পরিষ্কার রাখা ও জ্বর হলে আশাকর্মী অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ করেন ।