Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদওয়ানাসা পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

ওয়ানাসা পাড়ায় ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

গন্ডাতুইসা মহকুমার অধীন দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ভয়ানাসা পাড়া এলাকায় গত ২৬ জুন এক ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে মোট ৩১ জনকে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য আর ডি কিট দ্বারা রক্ত পরীক্ষা করা হয় ও ব্লাড স্লাহত সংগ্রহ করা হয় । তাতে এক জনের দেহে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় । তাকে প্রয়োজনীয় চিকিৎসা করে ঔষধ প্রদান করা হয় এবং নিয়মিতভাবে ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার মলয় মজুমদার , এমপিডব্লিও ইন্দ্রজিৎ চৌধুরী ও এলাকার আশাকর্মী । এছাড়াও উক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত জয়রাম পাড়া এলাকায় গত ২৫ জুন এক ম্যালেরিয়া শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে মোট ৪৭ জনের ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হয় ও ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় তাতে সকলেরই রিপোর্ট নেগেটিভ ছিল । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার মলয় মজুমদার , এমপিডব্লিও ‘ ইন্দজিং চৌধুরী , আশাকর্মী দিপালী রিয়া , ঝিমিকা ব্রিাহ , সুনম মারাক ও অনিতা রাই ত্রিপুরা উক্ত কর্মসূচিগুলিতে স্বাস্থ্যকর্মীরা সকল অংশগ্রহণকারীদের মধ্যে ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার করা , ডিডিটি স্প্রে করা , বাড়ি ধরের আশপাশ পরিষ্কার রাখা ও জ্বর হলে আশাকর্মী অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য