গর্ভবতী মহিলা ও গর্ভজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আগামীকাল থেকে রাজাব্যাপী আদর্শ মাতৃত্ব অভিযান শুরু হচ্ছে । এই অভিযান চলবে ১৪ জুলাই পর্যন্ত । প্রথম পর্যায়ে আদর্শ মাতৃত্ব অভিযানে রাজ্যে ২৯ হাজার ৯৩৭ জন গর্ভবতী মহিলাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের রাজা মিশন অধিকর্তা ডা . সিদ্ধার্থ শিব জয়সয়াল । সাংবাদিক সম্মেলনে তিনি জানান , এই অভিযানের প্রথম দিন আশাকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করবেন । তাছাড়াও প্রজননক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা Cipe বিষয়ে জন্ম নিরোধক পদ্ধতি অবলম্বন করে কিনা তা খতিয়ে দেখা হবে । এই ৫ দিনে রাজ্যের সমস্ত উপস্বাস্থ্যকেন্দ্রে গর্ভবর্তী মহিলাদের নাম রেজিস্ট্রেশন করা হবে । তাছাড়াও অভিযান চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের প্রাক প্রাথমিক পরীক্ষা ও টিডি টিকা দেওয়া সুনিশ্চিত করা হবে । এই অভিযান চলাকালীন উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে বয়ঃসন্ধিকালীন দম্পতিদের আলাদা তালিকা তৈরি করা হবে । বয়ঃসন্ধিকালীন গর্ভধারণ রোধ করতে পরিবার পরিকল্পনার সমস্ত আধুনিক পদ্ধতি অবলম্বন করতে পরামর্শ দেওয়া হবে । So সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিনের রাজ্য মিশন অধিকর্তা ডা . সিদ্ধার্থ শিব জয়সয়াল জানান , এই অভিযানে প্রতিটি গর্ভবর্তী মহিলার স্বাস্থ্য দেখভালের জন্য একজন কমিউনিটি হেলথ অফিসার , এ এন এম থাকবেন । আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের পর্যবেক্ষণ করবেন । যেকোনও জরুরি পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিরাও গর্ভবতী মহিলাদের পাশে থাকবেন এবং Valen প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য গর্ভবতী মহিলাদের উৎসাহিত করবেন । এই অভিযানে ১ জন অভিজ্ঞ চিকিৎসক TRO D দ্বারা প্রতিটি গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত গর্ভবতী মহিলাদের অতিরিক্ত যত্ন নেওয়া হবে । তাছাড়াও গর্ভবর্তী মহিলাদের প্রাক প্রসবকালীন পরীক্ষা , প্রয়োজনে আদা সোনোগ্রাফি করা , আয়রণ ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম টেবলেট দেওয়া হবে । তাছাড়াও প্রতিটি গর্ভবর্তী মহিলাকে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন জননী সুরক্ষা যোজনা , প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা , মুখ্যমন্ত্রী মাজু পুষ্টি উপহারের আওতায় আনা হবে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ্খ – এর স্টেট প্রোগ্রাম অফিসার ডা . সঞ্জয় রুদ্রপাল ও স্টেট ইমিউনাইজেশন অফিসার ডা মৌসুমি সরকার



