উপনির্বাচনের ৪টি আসনের মধ্যে বিজেপি তিনটিতে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়া মন্ডলের কার্যকর্তা সহ যুব মোর্চার কর্মী-সমর্থকরা সেইসঙ্গে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। বাজি পুড়িয়ে গেরুয়া আবির খেলে এবং মিষ্টি মুখ করে আনন্দের জোয়ারে ভাসলো তেলিয়ামুড়া মন্ডল। এদিন নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর বলেন, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ রায় বর্মন বাঁকা পথে পেছনের দরজা দিয়ে জয়ী হয়েছে, নির্বাচনোত্তর সন্ত্রাসে বিশ্বাসী নয় বিজেপি। তা আবারো প্রমাণিত। কারণ সুদীপ রায় বর্মন দাবি করেছিলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোটে রেগিং সংগঠিত হয়েছে কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কারভাবে ভোট হয়েছে তা আজকের সুদীপ বর্মনের জয়ের মধ্য দিয়েই স্পষ্ট।।



