Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদার্শনিক লেলিনের মর্ম মূর্তির চেহারা বিকৃতি করে দিল দুস্কৃতিকারীরা

দার্শনিক লেলিনের মর্ম মূর্তির চেহারা বিকৃতি করে দিল দুস্কৃতিকারীরা

উপ নির্বাচনের গণনার প্রাক্কালে রাতের অন্ধকারে  দার্শনিক লেলিনের মর্ম মূর্তির চেহারা বিকৃতি করে দিল দুস্কৃতিকারীরা। ক্ষোব্দ সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর স্থিত মোটরস্ট্যান্ডের সামনে শনিবার রাতে। উল্লেখ্য, নেতাজি নগরস্থিত মোটরস্ট্যান্ড পুনর্নবীকরণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। আর তাতে করে লেলিনের মর্মর মূর্তি না ভাঙ্গার জন্য সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়েছিল। শনিবার রাতে মোটর স্ট্যান্ডে থাকা দার্শনিক লেলিনের মর্মর মূর্তির চেহারা বিকৃতি করে দেয় দুস্কৃতিকারীরা। এই নিয়ে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর সেন তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। তিনি প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, লেলিনের মর্মর মূর্তির চেহারার বিকৃতি করণ করায় তীব্র নিন্দা জানানো হয়েছে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির তরফ থেকে। তিনি জানিয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি এবং এই বিষয় নিয়ে মহকুমা শাসকের সঙ্গেও কথা বলবেন তারা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য