দুদিনের টানা ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা, জলমগ্ন হয়ে যায় যাতায়াতের মূল রাস্তাটি। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন ব্রম্যছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নং ওয়ার্ডে। এই এলাকায় বর্তমানে ২০ থেকে ২৫ টি পরিবারের বসবাস। এই এলাকার যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই যাতায়াতের রাস্তাটি বেহাল অবস্থা পড়ে থাকলেও কোন এক অজ্ঞাত কারণে সারাই আর কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন কিংবা দপ্তর বলে অভিযোগ এলাকাবাসীর। এর ফলে বর্ষাকালে প্রায় প্রতিনিয়ত চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। অপরদিকে শুক্রবার ও শনিবারের কয়েক ঘন্টা টানা বর্ষণে জলমগ্ন হয়ে রাস্তাটি, একপ্রকার মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রম্যছড়া এলাকার ২ নং ওয়ার্ডের বেহাল বেহাল দশাগ্রস্থ যাতায়াতের রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর চাইছেন এলাকার সহজ- সরল গ্রামবাসীরা। এখন দেখার কবে নাগাদ এই রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগায় দপ্তর।।



