Friday, January 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপাষণ্ড কাকার হাতে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্রী সহ ছাত্রীর মা বাবা

পাষণ্ড কাকার হাতে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্রী সহ ছাত্রীর মা বাবা


পারিবারিক কলহের জেরে পাষণ্ড কাকার হাতে আক্রান্ত হতে হয়েছে স্কুলপড়ুয়া দশম শ্রেণীর ছাত্রী সহ ছাত্রীর মা বাবা। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে।
সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার বাসিন্দা চন্দন দাস এর সাথে তার ছোট ভাই কাজল দাস পারিবারিক কোন বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।পরে বাকবিতণ্ডা থেকে এক সময় শুরু হয় হাতাহাতি।অভিযোগ কাজল দাস তার বড় ভাই চন্দন দাস এর উপর বাঁশ দিয়ে এলোপাতাড়ি প্রহার করতে শুরু করে। চন্দন দাস এর উপর আক্রমণ হতে দেখে মা এবং মেয়ে দুজনে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এক সময় কাজল দাস স্কুল পড়ুয়া ছাত্রী তথা ভাতিজি এবং বড় ভাইয়ের বউকে ও মারতে শুরু করে। কাজল দাস এর বেধড়ক লাঠির প্রহারে ভাতিজি রিয়া দাস এবং বড় ভাইয়ের বউ শিখা দেব দাস মাটিতে লুটিয়ে পড়ে।পরের তিন জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত কাজল দাস পালিয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য