সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হলো কল্যাণপুরে। বুধবার বেলা তিনটায় ত্রিপুরা লোকায়ুক্তের উদ্যোগে হয় এই সচেতনতা মূলক সেমিনার। কল্যাণপুর কমিউনিটি হলে প্রদীপ জ্বালিয়ে এই সচেতনতা মূলক সেমিনারের সূচনা করেন ত্রিপুরার লোকায়ুক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সেমিনারে বক্তব্য রাখেন ত্রিপুরা লোকায়ুক্ত দুইজন রেজিস্টার বি কে রায় এবং বাদল রায়। এছাড়া ভাষণ রাখেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ, কল্যাণপুর আতনমা কমিটির চেয়ারম্যান জীবন দেবনাথ। ছিলেন কল্যাণপুর ব্লকের ভিডিও তরুণ কান্তি সরকার।



