দক্ষিণ জেলার আওতাধীন বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি প্রথমিক স্বাস্থকেন্দ্রের উদ্যোগে গত ৯ জুন তুইকর্মা হলিক্রস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কোভিড -১৯ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে মোট জন ছাত্র – ছাত্রীকে কোভিড -১৯ প্রথম টিকা প্রদান করা হয় । কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধ করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা , মাস্ক ব্যবহার করা , সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পরামর্শ প্রদান করেন উক্ত টিকাকরণ কর্মসূচিতে এমপিডব্লিও সুপ্রিয়া চৌধুরী , সুনীল ত্রিপুরা এবং আশাকর্মীরা উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



