Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরে চালু হলো বিকল থাকা ৩৩ কেভি ট্রান্সফর্মার

কল্যাণপুরে চালু হলো বিকল থাকা ৩৩ কেভি ট্রান্সফর্মার

অবশেষে কল্যাণপুর বিদ্যুৎ সাব স্টেশন অফিসে চালু হলো দীর্ঘদিন ধরে বিকল থাকা ৩৩ কেবি ট্রান্সফরমার। এতে করে সুবিধা হবে আপামর জনসাধারণের। খবরে বেশ খুশি কল্যাণপুরের বিদ্যুৎ কর্মীরাও। বিদ্যুৎ দপ্তর থেকে জানা যায় গত ২০১৯ সালের কালীপুজোর দিন রাতে হঠাৎ করে বিকল হয়ে যায় কল্যাণপুরে ৩৩ কে ভি ট্রান্সফর্মার। দুটো বড় ট্রান্সফর্মার আছে। তার মধ্যে হঠাৎ করে একটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যাওয়ায় বেশ সমস্যার সম্মুখীন হতে হয় কল্যাণপুর বিদ্যুৎ নিগমকে। কেননা বারবার বিদ্যুৎ লাইনে ফল্ট তৈরি হয়। মানুষ কল্যাণপুরের বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিভিন্ন কটুক্তি করতে থাকেন বিভিন্ন সময়ে। কারণ তেত্রিশ কেবি ট্রান্সফরমার খারাপ হবার কারণে সঠিক সময়ে বিদ্যুৎ আসতো না কল্যাণপুর সাব-স্টেশনে। কারণ কল্যাণপুরে 33kv লাইন দিয়ে যদি বিদ্যুৎ না আসে তবে গোটা কল্যাণপুর এলাকায় অন্ধকারে নিমজ্জিত হয় থাকতে হতো। অন্যদিকে আবার যদি বা বিদ্যুৎ আসতো প্রতিদিন পিক আওয়ারে লোড সামাল দিতে বেশ বেগ পেতে হতো কল্যাণপুর বিদ্যুৎ নিগমের কর্মীদের। যাই হোক মানুষের দাবি মেনে কয়েকদিন পূর্বে 33kv ট্রান্সফরমারটি আগরতলা থেকে সারাই করে কল্যাণপুরে নিয়ে আসা হয়। কিন্তু একটি যন্ত্রাংশ কলকাতা থেকে আনতে হয়। এতদিন আসেনি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে একটি যন্ত্রাংশ কলকাতা থেকে এনে লাগান ট্রান্সফরমারে দুইজন ইঞ্জিনিয়ার। তারপর নারকেল ভেঙ্গে পূজা পাঠ করে চালু করা হয় বিকল ট্রান্সফরমারটি। এখন থেকে তেমন আর বিদ্যুতের সমস্যা হবে না বলে জানান এক আধিকারিক। ছিলেন ডিজিএম এবং কল্যাণপুর নিগমের সিনিয়র ম্যানেজার, ম্যানেজার ,সহ অন্যান্য কর্মীরা। তবে বিদ্যুতের সমস্যা কল্যাণপুরে লেগেই থাকে। গ্রাহকরা চায় আরো উন্নত পরিষেবা। এদিকে হয়তো সচেষ্ট হবেন বিদ্যুৎ নিয়ম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য