Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমুখ থুবরে রয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকা

মুখ থুবরে রয়েছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকা

স্ব-শাসিত পরিষদের অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকা রয়েছে। স্ব-শাসিত জেলা পরিষদের অন্তর্গত ঐসকল এলাকাগুলিতে যেমন যোগাযোগ ব্যবস্থার মুখ থুবরে রয়েছে তেমনি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত একাধিক পাহাড়ী জনপদ এলাকা। প্রত্যন্ত এলাকা গুলির মধ্যে ১৮ মুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইল এলাকার বিলাধন চৌধুরীপাড়া, চৌরাতন পাড়, ত্রিপুরা বস্তি, ৪৫ মাইল এলাকায় সহ কুমারায়পাড়া, পিজিপি কলোনি, কৃষ্ণমণি চৌধুরী রিয়াং পাড়া, বিলাইকাং, খাকলাই সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষ অংশের মানুষেরা এক প্রকার স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত।
ওই এলাকাগুলিতে বিশেষ করে ৪৫ মাইল, কুমারায়পাড়া, বিলাইকাং, কৃষ্ণ মনি রিয়াং চৌধুরীপাড়া নেই কোনো উপস্বাস্থ্য কেন্দ্র। ফলে স্বাস্থ্য পরিষেবা থেকে পিছিয়ে রয়েছে ওই সকল এলাকা গুলিতে বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা। জানা গেছে,ঐসকল এলাকার মানুষজনরা মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপর ভরসা হারিয়ে চিকিৎসার পরিসেবা নিতে চলে যাচ্ছে ধলাই জেলার আমবাসায়। এদিকে বর্ষার মৌরসুমে জল বাহিত বিভিন্ন রোগের পাশাপাশি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ঐ সকল এলাকাগুলিতে। ঐ সকল এলাকা গুলির বসবাসকারী জনজাতি অংশের মানুষদের প্রতি বছরই একটি দাবি থাকে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে যেন স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়। কিন্তু মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তরফ থেকে এই মৌরসুমে স্বাস্থ্য শিবির করার কোন উদ্যোগ নেই। এদিকে ঐ সকল এলাকাগুলিতে বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা জীবন জীবিকা নির্বাহ করার জন্য বনের লতাপাতা কিংবা লাকড়ি সংগ্রহ করে। ঐ সকল এলাকায় বসবাসকারী মানুষজনেরা আর্থিক ভাবে খুবই দুর্বল থাকার কারণে প্রাথমিক চিকিৎসা পরিষেবা নিতে মুঙ্গিয়াকামী প্রাথমিক হাসপাতালে আসেন। মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে আসার চেয়ে আমবাসায় গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে খরচা কম। তাই তারা মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে স্বাস্থ্যপরিসেবা নিতে অনীহা প্রকাশ করে।
এদিকে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তরফ থেকে ঐ সকল এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির করা হয় না বলে অভিযোগ। এলাকা বাসীদের দাবি মুঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্র তরফ থেকে যেন ন্যূনতম একটি স্বাস্থ্য শিবির করা হোক ওই এলাকাগুলোতে। অভিযোগ মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভারপ্রাপ্ত চিকিৎসক অনিতা দেববর্মা স্বাস্থ্য শিবির নিয়ে কোন উদ্যোগ দেখান না। অনেক সময় বিনা চিকিৎসায় মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে একাংশ জনজাতি অংশের মানুষদের।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য