Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচালু হল বহু প্রতীক্ষিত আগরতলা – কলকাতা ভায়া – ঢাকার রয়েল মৈত্রী...

চালু হল বহু প্রতীক্ষিত আগরতলা – কলকাতা ভায়া – ঢাকার রয়েল মৈত্রী বাস সার্ভিস

শুক্রবার বহু প্রতীক্ষিত আগরতলা – কলকাতা ভায়া – ঢাকার রয়েল মৈত্রী বাস সার্ভিস পরিষেবার সূচনা হল। আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাস সার্ভিস পরিষেবা আনুষ্ঠানিক শুভ সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রী বলেন, ২০২০ সালে মার্চ মাসের পর কোভিড অতিমার জন্য দুই দেশের মধ্যে মৈত্রী বাস পরিষেবা বন্ধ ছিল। গত ২৮ এপ্রিল বাস সার্ভিস চালু করা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রশাসনিক ত্রুটির কারণে বাস সার্ভিস চালু হয়নি। শুক্রবার সমস্ত ত্রুটিমুক্ত করে বাস সার্ভিসটি চালু হয়। সরকার দুই দেশে বাস সার্ভিস পরিষেবা চালু করার জন্য অত্যন্ত আন্তরিক ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাস সার্ভিস পরিষেবাটি চালু হয়েছে বলে জানান তিনি। যাত্রী পরিষেবার ক্ষেত্রে যদি কোন ত্রুটি থাকে তাহলে চিঠি লিখে পরিবহন দপ্তরে অভিযোগ জানাতে পারবে বলে জানান মন্ত্রী। এ ধরনের পরিষেবার চালুর ফলে বিদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যিক সবদিকেই উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরার সাথে বাংলাদেশের রেল, জাহাজ এবং উড়ান পরিষেবা চালু করার জন্য সরকার বদ্ধপরিকর। সহসাই আগরতলা এম বি বি বিমানবন্দর থেকে ঢাকা চিটাগাং উড়ান পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকারের। দু’দেশের মধ্যে শুধু সুসম্পর্ক যাতে অব্যাহত থাকে সেদিকে গুরুত্ব দিয়ে মানুষের পরিষেবার দিকে নজর দিচ্ছে সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য