শুক্রবার অল ত্রিপুরা বি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে প্যালেস কম্পাউন্ড স্থিত এন এইচ এম কার্যালয়ে গিয়ে এন এইচ এম-র এম ডি-র কাছে ৩ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের কথা বলা হচ্ছে গত দুই বছর ধরে। এই বিষয়ে জানতে প্রতিমাসে এসে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হচ্ছে তাদের। শুক্রবার এম ডি ডেপুটেশন গ্রহণের জন্য সময় দিয়েছেন। তাই তার কাছ থেকে জানার চেষ্টা হবে গোটা পক্রিয়া সম্পর্কে। রাজ্যে ৫০০ উপর হোমিওপ্যাথী চিকিৎসক আছেন। সকলে উপস্থিত হবেন। কোন সদুত্তর না পেলে ধর্নায় বসার ঘোষণা দেয় অল ত্রিপুরা বি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন।



