ত্রিপুরা সরকারের উপজাতি কল্যান দপ্তরের উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের সহায়তায় এক মেগা স্বাস্থ্য ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের নিকট মেথারাই রিয়াং বাড়ি উচ্চ বিদ্যালয়ে বেলা ১১ টায় শিবিরের উদ্ভোদন করেন রাজ্যের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী রাম পদ জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধান সভার মূখ্য সচেতক কল্যানী রায়, বিধায়ক অতুল দেববর্মা, খোয়াই জেলা শাসক এল টি ডার্লং, মহকুমা শাসক মোহম্মদ সজ্জাদ পি আই এ এস, খোয়াই জেলার স্বাস্থ আধিকারিক নির্মল সরকার সহ অন্যান্যরা।
এদিনের এই মেগা স্বাস্থ্য ও প্রশাসনিক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাম পদ জমাতিয়া বর্তমান বিজেপি সরকার আসার পর থেকেই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে সকল উন্নয়ন মূলক কাজগুলির সম্পন্ন হয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন। মন্ত্রী আরো বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বিপুল উন্নতি সাধন হয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এদিনের এই শিবির কে কেন্দ্র করে জাতি-জনজাতি উভয় অংশের মানুষের মধ্যে ব্যপক সাড়া লক্ষ করা যায়।।



