বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিষয়ে প্রদর্শনীমূলক মহড়া অনুষ্ঠিত হয় । মহড়ায় ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে প্রতিরোধ করা যাবে সে বিষয়ে সকলকে অবহিত করেন অগ্নি ও জরুরী পরিষেবা দপ্তর , এনডিআরএফ , সিভিল ডিফেন্স ও আরক্ষা দপ্তরের জওয়ানগণ । প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ আহত হলে কিভাবে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে হবে সে বিষয়গুলি তুলে ধরেন স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও কর্মীগণ । মহড়ায় উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস , রবীন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রমা সাহা , বিশালগড় মহকুমা আরক্ষা আধিকারিক বাবুল দাস , এনডিআরএফ – এর প্রথম বাহিনীর ইন্সস্পেক্টর স্বপন সাহা , ডিসিএম সঞ্জিত দাস , ডিসিএম সুব্রত সাহা প্রমুখ ৷



