এমজিএন রেগায় ভারতচন্দ্রনগর ব্লকে পেভার ব্লক রাস্তা নির্মাণ ভারতচন্দ্রনগর ব্লকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এমজিএন রেগায় গত অর্থবছরের বরাদ্দকৃত অর্থে উত্তর ভারতচন্দ্র নগর পি ডব্লিও ডি রাস্তা থেকে পশ্চিম পাইখলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি পেভার ব্লক রাস্তা নির্মাণের কাজ চলছে । রাস্তাটি নির্মাণে ব্যয় হবে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬০ টাকা । ভারতচন্দ্রনগর ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



