Thursday, December 4, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতমনোনয়ন পত্র জমা দিল কংগ্রেস প্রার্থীরা

মনোনয়ন পত্র জমা দিল কংগ্রেস প্রার্থীরা

সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। বিধানসভা উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ, ৬আগরতলা আসন থেকে কংগ্রেস প্রার্থী এবং টাউন বারদোয়ালি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা একই দিনে তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন রাজধানীর ৭৯ টিলা থেকে প্রার্থীদের নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আগরতলা কেন্দ্রে রিটার্নিং অফিসারের কাছে সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা যথাক্রমে সদর উপ-বিভাগীয় শাসক ও বড়দোয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, “জনগণ বিজেপিকে বিশ্বাস করে না। জনগণ আমাদের পাশে আছে এবং আমরা আমাদের জয়ের ব্যাপারে আশাবাদী,” তিনি বলেন। এদিকে সাবেক বিধায়ক আশীষ কুমার সাহা প্রতিক্রিয়ায় বলেন, জনগণের আশীর্বাদই আমাদের শক্তি এবং এই শক্তির পরিপ্রেক্ষিতে তিনি বিধানসভায় যাওয়ার আশা করছেন। বিজেপি জনগণের জন্য কিছুই করেনি। তাই জনগণের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার কোনো অনুপ্রেরণা নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য