বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে, জামাইষষ্ঠী একটি অন্যতম পার্বণ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও জামাই ষষ্ঠী রবিবার। এই ষষ্ঠী কে সামনে রেখে ষষ্ঠীর দিনে তেলিয়ামুড়ার প্রধান বাজার ক্রেতা বিক্রেতার পদচারণে গোটা বাজার জমজমাট হয়ে উঠলো। ষষ্ঠীর সকালে অর্থাৎ রবিবার সাত সকাল থেকেই বাজারে উপচে পড়া আম-জনতার ভিড়। এদিনের ফল-মিষ্টি থেকে শুরু করে মাছ মাংস বাজারগুলিতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা গেল। যদিও দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের সমন্বয় চলছে। এবার মূল্য যতই বৃদ্ধি ঘটক মানুষজন নিজেদের সাধ্যমত কেনা-কাটা করে যাচ্ছে। এরই মধ্যে জামাইষষ্ঠীর বাজার করতে আসা এক ব্যক্তি জানিয়েছেন, বাঙালি হিন্দু ধর্ম মতে জামাই ষষ্ঠী একটি অন্যতম পার্বণ। এই পার্বণকে প্রাধান্য দিয়ে চলছে বাজার হাট করা। দ্রব্যমূল্য কোন ব্যাপার নয়। কারণ, গোটা দেশজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে।



