Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপার্বতি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য্য -কে কাজে লাগিয়ে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে

পার্বতি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য্য -কে কাজে লাগিয়ে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে

তেলিয়ামুড়া প্রতিনিধি :–
উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । ছোট ছোট পাহাড়, জলা ভুমি ইত্যাদিকে ঘিরে গড়ে উঠেছে অনেক পর্যটন কেন্দ্র। রাজ্য সরকারও এই পার্বতি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য্য -কে কাজে লাগিয়ে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে। যাতে করে ভ্রমণ পিপাসুদের কাছে ত্রিপুরা রাজ্যের সৌন্দর্য্য আরও গ্রহনযোগ্য করে তোলাযায়।
রাজ্যের জল ভিত্তিক কয়েকটি পর্যটন কেন্দ্র বা অঞ্চল রয়েছে যার মধ্যে ছবিমুড়া, নীরমহল, ডুম্বুর, নারকেল কুঞ্জ অন্যতম বলা যায়। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র গুলিতে আকর্ষনীয় করে তোলার জন্য সরকারি উদ্যোগে বোটিং -এর ব্যবস্থাও করা হয়েছে। এতে করে পর্যটন কেন্দ্র আকর্ষনীয় যেমন হয় তেমনি সরকারি রাজকোষেও অর্থের জোগান হচ্ছে। পাশাপাশি বিনোদনের জন্য বা অবসর সময় যাপনের একটা সুন্দর পরিবেশ ও সাধারণ মানুষের জন্য তৈরি হয়।
এমনই আরও একটি আকর্ষনীয় স্থান হয়ে উঠার সম্ভাবনা রয়েছে খয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায়। এমনটাই অভিমত স্থানীয় এলাকবাসীর। তেলিয়ামুড়া মহকুমা অঞ্চলের চাকমাঘাট বেরেজ সংলগ্ন এলাকাজুড়ে খোয়াই নদীর জলে যদি বোটিং -এর মাধ্যমে সরকারী উদ্যোগে বিনোদনের ব্যবস্থা করা হয়, একদিকে পর্যটকদের যেমন আকর্ষিত করা যাবে, সাথে সাথে সরকারি কোষাগারেও অর্থের যোগান হবে বলে মনে করেন এলাকার জনগন।
পাশাপাশি উক্ত এলাকায় দুরদুরান্ত থেকে আগত মানুষের সমাগমের ফলে স্থানীয় বাসিন্দাদের উপার্যনেরও একটা মাধ্যম গজটন করা সম্ভব হবে। বেকারদের কর্মসংস্থানের একটা সুযোগ করে দেওয়া যাবে বলে আসা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দা। চাকমাঘাট বেরেজের জল সারা বছর আটকে রাখার ফলে খোয়াই নদীর বিশাল একটা অংশের স্থায়ী জলে সাধারন সময়েও অনেক নৌকা থাকে সব সময়। এই স্থায়ী জলকে কেন্দ্র করেই গড়ে উঠতে পারে এই পরিকল্পনা বলে মনে করছেন এলাকার সুভ বুদ্ধি সম্পন্ন মহলপ্রসঙ্গত, চাকমাঘাট বেরেজ সংলগ্ন এলাকায় রয়েছে বনদপ্তরের দ্বারা পরিচালিত একটি সুদৃশ্য ইকোপার্ক । সেখানে প্রতিবছর অনেক লোকের সমাগম ঘটে। পিকনিক করতে আসা মানুষের সংখ্যাও তুলনায় বৃদ্ধি পাবে।একদিকে ইকোপার্ক অন্যদিকে যদি বোটিং -এর ব্যবস্থা থাকে তাহলে চাকমাঘাট ত্রিপুরা রাজ্যের আরো একটি দর্শনীয় স্থান হয়ে উঠতে পাড়ে বলে মনে করছে বিভিন্ন মহল।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য