জলজীবন মিশনে পানীয়জলের উৎস সৃষ্টির লক্ষ্যে জিরানীয়া মহকুমায় বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে । মহকুমার জিরানীয়া ব্লকে ৫ টি গভীর নলকূপ খনন করা হচ্ছে । তাছাড়াও মহকুমার বেলবাড়ি ব্লকে ২ টি ও পুরাতন আগরতলা ব্লকে ৫ টি গভীর নলকূপ খননের কাজ চলছে । বেলবাড়ি ব্লকের ২০ টি মিনি ডিপটিউব ওয়েল ও পুরাতন আগরতলা ব্লকে ২ টি মিনি ডিপটিউব ওয়েল খনন করা হচ্ছে । জিরানীয়া মহকুমায় জলজীবন মিশনে এখন পর্যন্ত ১৭,৬০৯ টি পরিবারে বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । এরমধ্যে জিরানীয়া ব্লকে ৭,৫১৬ , বেলবাড়ি ব্লকে ৪,২০৬ ও পুরাতন আগরতলা ব্লকে ৫,৮৪৭ টি পরিবারকে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে ।



