নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামফ্রন্ট। সব রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে আগে বামেরা প্রার্থী ঘোষণা করে 4 আসনের জন্য। মনোনয়নপত্র দাখিল করল শুক্রবার রাজধানীতে বিশাল মিছিল করে টাউন বড় দোয়ালি ও আগরতলা কেন্দ্রের প্রার্থীরা।এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় সুবিশাল মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল ।মিছিলে নেতৃত্ব ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস ,রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর ,রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত,রতন দাস সহ অন্যান্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেন শেষ হয়। পরে 8 টাউন বড় দোয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বাম প্রার্থী রঘুনাথ সরকার, অন্যদিকে সদর মহকুমা শাসক তথা 6 আগরতলা কেন্দ্রের রিটানিং অফিসার অসীম সাহার কাছে মনোনয়নপত্র দাখিল করেন বাম প্রার্থী কৃষ্ণা মজুমদার। নিজেদের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী বাম প্রার্থী রঘুনাথ সরকার। তিনি বলেন মানুষের নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা নেই। এখানে পুলিশ দল দাসে পরিণত হয়েছে ।এর থেকে মানুষ মুক্তি চাইছেন।



